Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সিদ্ধান্ত নিতে ফের বৈঠকে চাঁদ দেখা কমিটি


৪ জুন ২০১৯ ২২:৪৭ | আপডেট: ৫ জুন ২০১৯ ০০:১৩

ঢাকা: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে ফের বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে ঈদুল ফিতরের চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে।

মঙ্গলবার (৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর এপিএস সৈকত নাজমুল হক গণমাধ্যমকে জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী। পরে রাত ১১টার আগেই বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুরু হয় এই বৈঠক।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সারাদেশে কোথাও চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামীকাল বুধবার (৫ জুন) ৩০ রমজান হিসেবে গণ্য হবে। আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে জানা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ব্রিফিং শেষে কুড়িগ্রামের একটি উপজেলায় চাঁদ দেখা গেছে বলে খবর আসে। ওই উপজেলার

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর