হাসপাতালে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে
১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৫
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন নিঃসন্তান অনেক দম্পতি। কেউ কেউ হাসপাতালে স্বশরীরে আসছেন আবার কেউ থানায় ফোন দিয়ে তার খোঁজ-খবর নিচ্ছেন।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শিশুটির জন্ম হয়। এর পরদিন নবজাতককে হাসপাতালে রেখে চলে যান শিশুটির বাবা-মা। সেই থেকে নবজাতকটির ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। কর্তৃপক্ষ বলছে, নবজাতকের অবস্থা ভালো আছে। ডাক্তারের পরামর্শে বাইরে থেকে কোটার দুধ এনে খাওয়ানো হচ্ছে।
নবজাতককে ফেলে রেখে যাওয়ার খবর প্রকাশ হওয়ায় তাকে দত্তক নিতে অনেক দম্পত্তি ভিড় করছেন হাসপাতালে। আবার অনেকে ফোন দিয়ে হাসপাতালে খোঁজ নিচ্ছেন।
আরও পড়ুন: একদিনের নবজাতক রেখে উধাও বাবা-মা
হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে আজিমপুর নিবাসী রেহানা বেগম নামের এক নারী ফোন দিয়ে বাচ্চাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাকে আদালতের মাধ্যমে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি পুলিশ বক্সে ফোন দিয়ে জানান, গত ছয় বছর তাদের বিয়ে হয়েছে। অনেক চেষ্টা করেছে। তিনি এই নবজাতকটিকে দত্তক নিতে চান।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আব্দুল খান বলেন, ‘ফেলে যাওয়া নবজাতকে দত্তক নিতে অনেকেই আমাদের বক্সে যোগাযোগ করছে। এদের মধ্যে অনেকেই নিঃসন্তান। দীর্ঘদিন সংসার করছে কিন্তু সন্তান নেই। আমরা তাদের বলে দিয়েছি আমাদের কোনো এখতিয়ার আর নেই। এটি এখন আদালতের ব্যাপার।
এদিকে শাহবাগ থানার (ওসি) আবুল হাসান তিনি জানান, ফেলে যাওয়া নবজাতক এর মা-বাবার সন্ধান এখনও পাওয়া যায়নি। আমরা কাজ করছি এবং ওই নবজাতককে দত্তক নিতে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘ওই নবজাতকটি খুবই ভালো আছে। আগামীকাল তাকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হতে পারে। নবজাতকটিকে দত্তক নিয়ে অনেকে এসেছেন। কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। আমরা বলে দিয়েছি এটি আমাদের কোনো বিষয় না। আপনারা আদালতে যোগাযোগ করুন।’