বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য, আইনজীবী ইউনুছ আলী সাময়িক বরখাস্ত
২৭ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩১
ঢাকা: বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে দুই সপ্তাহের জন্য আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মামলা পরিচালনা থেকে বরখাস্ত করেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আগামী ১১ অক্টোবর তলব করেছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এ ছাড়াও আইনজীবী ইউনুছ আলী আকন্দের ফেসবুকের আইডি ডি ব্লকড এবং মন্তব্য সংবলিত স্ট্যাটাস রিমুভ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত ও বিচার বিভাগ নিয়ে আইনজীবী ইউনুছ আলীর বিরূপ মন্তব্য করার বিষয়টি আদালতের নজরে আনেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পরে আপিল বিভাগ শুনানি নিয়ে এসব নির্দেশনা দেন।
এর আগে, গত ২২ আগস্ট সুপ্রিমকোর্টের আরেক আইনজীবী মামুন মাহবুবকে ফেসবুকে স্টেটাস দেওয়ার বিষয়ে সতর্ক করে ক্ষমা করে দেন।