করোনার নতুন ভ্যারিয়েন্টের খবরে জ্বালানি তেলের দরপতন
২৬ নভেম্বর ২০২১ ১৭:৪৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:৩২
করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের খবরে বিশ্ব বাণিজ্যে ধাক্কা লেগেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক দিনে ৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্বের প্রধান প্রধান পুঁজিবাজার এবং ক্রিপ্টোকারেন্সির সূচকেও পতন হয়েছে। সিএনবিসির খবর।
শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ওয়েলের দর ৫.৩ শতাংশ কমে ৭৭.৮৯ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া ইউএস ক্রুডের দর ব্যারেল প্রতি ৬.২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৭৩.৫৮ ডলারে।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে খবর প্রকাশ হয়। বিজ্ঞানীরা এ ভ্যারিয়েন্টের নাম দিয়েছেন বি.১.১.৫২৯। দক্ষিণ আফ্রিকা, হংকং ও বতসোয়ানাসহ কয়েকটি দেশে এখন পর্যন্ত ৫০ জনের বেশি এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য আফ্রিকার ছয়টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে। এছাড়া অন্যান্য প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোও এ ভ্যারয়েন্ট নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
করোনার নতুন এ ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। নতুন ভ্যারিয়েন্টটি বারবার রূপ বদল করতে পারে বলে আশঙ্কা তাদের। এ ভ্যারিয়েন্টের রূপ বদল করার ক্ষমতা আগের সকল ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা করছেন তারা।
নতুন এ ভ্যারিয়েন্টের খবরে শুক্রবার যুক্তরাষ্ট্রসহ প্রধান প্রধান পুঁজিবাজারেও দরপতন হয়েছে। এদিন ইউএস স্টক ফিউচার সূচক কমেছে ৮০০ পয়েন্ট। এছাড়া হংকং ও জাপানের পুঁজিবাজারে দরপতন হয়েছে ২.৫ শতাংশের বেশি।
নতুন ভ্যারিয়েন্টের খবরে ধাক্কা লেগেছে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতেও। ২৪ ঘণ্টায় প্রধান ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য কমেছে ৭ শতাংশ। কয়েন মেট্রিকসের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার বিটকয়েনের মূল্য ৫৪,৫৬১ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই