Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ৫ দফা নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১২:৩৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৪:২০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে পাঁচটি নির্দেশনার বিষয়ে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে,

  • ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে।
  •  বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে।
  • রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাঁদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
  • সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।
  • বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ এই ৫টি জরুরি নির্দেশনা জারি করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

আরও পড়ুন- ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিষয়ক জরুরি ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক। স্বাস্থ্যবিধি না মানার কারণে এমনটা হয়েছে। ইতোমধ্যেই ঢাকার হাসপাতালগুলোর বেড এক তৃতীয়াংশ পূরণ হয়ে গেছে। আর তাই প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

জাহিদ মালেক বলেন, সরকারি, বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের ভ্যাকসিন সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। বাণিজ্যমেলাতেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেওয়ার পরেও সাধারণ মানুষ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না।

সংক্রমণের হার কমাতে গেলে সবাইকে নিজ জায়গা থেকে বিধিনিষেধ মানতে হবে। ভ্যাকসিন সনদ সঙ্গে থাকতে হবে। জেলা প্রশাসক ও পুলিশের প্রতি ১১ দফা বাস্তবায়নে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি—বলেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য যে, দেশে করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি ব্যাপক হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ফের ১০ হাজার ছাড়িয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৮। এর আগে গত ১২ আগস্ট দেশে ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছিল। এরপর গত পাঁচ মাসেরও বেশি সময় পর আবার ১০ হাজার ছাড়াল এই সংক্রমণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর