কোর্টের কাগজ দেখিয়ে শপথ নিলেন জায়েদ
৪ মার্চ ২০২২ ১৭:২৯ | আপডেট: ৪ মার্চ ২০২২ ১৭:৪১
অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন জায়েদ খান। তাকে শপথ পড়িয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে এর তাকে দেখাতে হয়েছে হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি।
শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার পর জায়েদ খানকে শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। একই সময় শপথ নেন জয় চৌধুরী, ডিপজল, সুচরিতা ও অরুণা বিশ্বাস।
জায়েদ খানকে শপথ পড়ানোর আগে ইলিয়াস কাঞ্চন বলেন, জায়েদ গতকাল আমাকে তার আইনজীবীর প্যাডে মামলার রায়ের একটি কপি দেখিয়েছিল। আমি তাকে রায়ের সার্টিফায়েড কপি দেখাতে বলেছিলাম। আজ সেই কপি দেখানোয় তাকে শপথ পড়ালাম।
আরও পড়ুন- এবার শপথ নিচ্ছেন জায়েদ খান
এর আগে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। তাকে শপথ পড়ানোর বিষয়ে কাঞ্চন বলেন, ওই শপথও বৈধ ছিল। কারণ তখন নিপুণকেই সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল। এখন যেহেতু আদালত জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে, ফলে আদালতের এই রায় অমান্য করার কোনো উপায় নেই।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী যারা এখনো শপথ নেননি তাদের সম্পর্কে কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাধ্যতামূলক নয়। তবে তাদের কমিটির বৈঠকে উপস্থিত থাকতে হবে।
এদিকে, শপথ প্রসঙ্গে জায়েদ খান বলেন, সত্যের জয় হয়েছে। নির্বাচনি আপিল বোর্ড অবৈধভাবে আমার সঙ্গে অন্যায় না করলে বিষয়টি এতদূর যেত না। আমি খুব শিগগিরই বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করব।
এর আগে, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের প্রায় ১২ ঘণ্টা পর শেষ হয় ভোটগণনা। ২৯ জানুয়ারি ভোরে ঘোষিত ফলে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।
বিষয়টি আদালতে যান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খান ও নিপুণ। হাইকোর্ট, চেম্বার আদালত ঘুরে হাইকোর্টের জারি করা এ সংক্রান্ত রুলকে যথাযথ ঘোষণা করে শেষ পর্যন্ত গত ২ মার্চ জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর ফলে জায়েদ খানের প্রার্থিতা বহাল থাকায় তিনি সাধারণ সম্পাদক পদেও বহাল হয়ে যান। তবে নিপুণ জানিয়েছেন, হাইকোর্টের এ রায়ে তিনি ন্যায় বিচার পাননি। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আরও পড়ুন-
ন্যায়বিচার পাইনি, আপিলে যাব: নিপুণ
নিপুণ অবৈধ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানই
সারাবাংলা/এজেডএস/টিআর
ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতি জায়েদ খান জায়েদ খানের শপথ টপ নিউজ