Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক উল্টে সাড়ে ১১টন সয়াবিন তেল রাস্তায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৫:৩৬ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৫:৩৯

টাঙ্গাইল: চট্টগাম থেকে নওগাঁগামী সয়াবিন তেল বোঝাই ট্রাকের চাকা ফেটে উল্টে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা সয়াবিন তেলে সয়লাব হয়ে গেছে। তবে, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ড্রাম থেকে সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্রাকচালক আতোয়ার বলেন, আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছাতেই হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজট হয়নি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর