Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৭:৫৬

ফাইল ছবি

জয়পুরহাট: জেলা সদর উপজেলার কুমারপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সকালে কুমারপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর