বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে যে কোনো অপপ্রয়াস রুখতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

September 9, 2023 | 6:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেছেন, আগামী দিনে নির্বাচন সংক্রান্ত যে কোনো দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন করতে যে কোনো অপপ্রয়াস রুখতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের জান-মাল সম্পদ রক্ষায় পুলিশ আইনানুগ দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

বিজ্ঞাপন

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নির্মিত বগুড়ায় উত্তরবঙ্গের সর্বাধুনিক শপিং কমপ্লেক্স পুলিশ প্লাজার উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবু হাসানাত মোহাম্মদ তারিক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জঙ্গিবাদ, সন্ত্রাস নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এ নীতির কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এসেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কারণে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। অর্থনীতি শক্তিশালী হচ্ছে।’

বিজ্ঞাপন

এর আগে তিনি বগুড়া শহরের প্রাণকেন্দ্র নবাববাড়ি সড়কে দশতলা পুলিশ প্লাজার উদ্বোধন করেন। অত্যাধুনিক সুবিধায় নির্মিত এই মার্কেটে ২১৮ টি দোকান রয়েছে।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন