Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব কিছু ভুলে খালেদাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৪

ঢাকা: সব কিছু ভুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) যারা (চিকিৎসক) দেখছেন, তারা এখন পর্যন্ত যতটুকু পেরেছেন, করেছেন। এরপরে যে অ্যাডভ্যান্স ট্রিটমেন্ট দরকার, সেই অ্যাডভান্স ট্রিটমেন্টে বাংলাদেশে নেই। এই কারণে তারা (চিকিৎসক) বারবার বলছেন যে, তাকে বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য পাঠানো অত্যন্ত জরুরি। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান জানাতে চাই যে, সব কিছু ভুলে গণতন্ত্রের নেত্রীর জীবন রক্ষার্থে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে নেতার অবদান সবচেয়ে বেশি, যাকে এদেশের মানুষ আপসহীন নেত্রী বলেন এবং যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি, যিনি তার রাজনৈতিক কর্মজীবনের বেশিরভাগ সময় গণতান্ত্রিক সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং এখন গুরুতর অসুস্থ অবস্থায়, গৃহবন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে শিফট করতে হয়েছিল। কারণ, তার কন্ডিশন অত্যন্ত ডিটোরেইট করেছিল। আজকে সকাল থেকে তিনি একটু বেটার। কিন্তু এখনও ক্রাসিসের বাইরে নন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের কাছে সারাক্ষণই বলছি- তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে এবং ডাক্তাররাও এ্কই কথা বলছেন, তাকে দ্রুত বিদেশে অ্যাডভান্স মেডিকেল সেন্টারে পাঠানো অত্যন্ত জরুরি। এটা সম্পর্কে এখন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এমনকি চীনও এখন কনসার্ন। খালেদা জিয়ার বিষয়টা অলরেডি তাদের কনসার্নে এসে গেছে। তারা বেগম জিয়াকে অনেক উঁচুতে দেখে, গণতন্ত্রের নেত্রী হিসেবে দেখে। কয়েক দিন আগে আমাদের এখানে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স এসেছিলেন তিনি বলেছেন যে, তার স্বাস্থ্যে ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল।

সারাবাংলা/এজেড/এনইউ

খালেদা জিয়া চিকিৎসা টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর