বিজ্ঞাপন

‘স্পেনের গ্রুপটাই ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ’

December 3, 2023 | 3:35 pm

স্পোর্টস ডেস্ক

ইউরো ২০২৪’র ড্র অনুষ্ঠিত হয়েছে শনিরবার (২ ডিসেম্বর)। জার্মানিতে অনুষ্ঠিত হওয়ার ড্র’র পর থেকে ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ। এই গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া। গ্রুপ পর্বের ড্রয়ের পর স্পেন কোচ লুইস ফুনেন্তে বলছেন, স্পেনের গ্রুপটাই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ।

বিজ্ঞাপন

ইতিহাসের একমাত্র দল হিসেবে ইউরোতে টানা দুই শিরোপা জেতার রেকর্ড স্পেনের দখলেই। ২০০৮ ০ ২০১২ ইউরোতে অদম্য স্পেনকে থামাতে পারেনি কেউই। ইউরোতে শেষ দুই আসরে শিরোপা না পেলেও খুব একটা খারাপও করেনি লা রোজারা। ইউরোর শেষ ২২ ম্যাচে মাত্র দুটিতে হেরেছে তারা, জয় ১৩ ম্যাচে, ড্র করেছে সাতটি। ২০১৬ ইউরোতে স্পেনকে হারিয়েছিল ইতালি ও ক্রোয়েশিয়া। এই দুই দলই এবার স্পেনের সাথে একই গ্রুপে পড়েছে।

অন্য সবার মতো ফুয়েন্তেও মানছেন, স্পেনের গ্রুপটাই মৃত্যুকূপ, ‘এমন মাপের একটা টুর্নামেন্টে সব গ্রুপই কঠিন। কিন্তু আমাদের গ্রুপটা সবচেয়ে কঠিন। গ্রুপ ডিতে ফ্রান্স ও নেদারল্যান্ডস আছে, তা সেই গ্রুপ আমাদের মতো না। আমরা ইউরোপের সেরা টুর্নামেন্টে খেলছি, এখানে আপনাকে কঠিন ম্যাচ পার করেই সামনে এগুতে হবে।’

গ্রুপ কঠিন হলেও সেটা পার করার ব্যাপারে আশাবাদী ফুয়েন্তে, ‘গ্রুপ কঠিন হওয়ায় প্রথম ম্যাচ থেকেই আমাদের সেরাটা দিতে হবে। ইতালি, ক্রোয়েশিয়ার সাথে কীভাবে খেলতে হয় সেটা আমাদের ভালমতোই জানা আছে। আলবানিয়াও ভালো দল। ইতালি কিন্তু ড্রয়ের আগে ফেভারিটদের পটে ছিল না, কিন্তু কেউই তাদেরকে গ্রুপে চায়নি। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে তাদের প্রতিভা অনেক গুণে বেশি।’

বিজ্ঞাপন

২০২৪ সালের ১৫ জুন বার্লিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের ইউরো যাত্রা।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন