Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবর থেকে এনসিএল


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৯

২০১৯-২০ মৌসুমের প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট মাঠে গড়ানো ও দল বদলের দিনক্ষণ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ১২ অক্টোবর থেকে শুরু হবে প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ। আর ওয়ানডে ফরম্যাটের খেলা ৩০ অক্টোবর থেকে। এদিকে তৃতীয় বিভাগ লিগ শুরু হবে ২০ অক্টোবর থেকে।

কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) কবে থেকে গড়াচ্ছে সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

বিজ্ঞাপন

তবে বিসিবি না জানালেও সংবাদমাধ্যম বিষয়টি ঠিকই জানতে পেরেছে।

আগামী ৫ অক্টোবর থেকে দেশের ভিন্ন ভিন্ন ভেন্যুতে গড়াচ্ছে লঙ্গার ভার্সনের এই ক্রিকেট। টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে প্লেয়ারদের বিপ টেস্ট। এনসিএলে ২০১৮-২০১৯ চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ।

এনসিএল বিসিবি

বিজ্ঞাপন

নারী বিশ্বকাপে খেলবে যে ৮ দল
২০ এপ্রিল ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর