বাংলাদেশ সিরিজের জন্য দ. আফ্রিকার তারুণ্যনির্ভর দল ঘোষণা
১৭ মার্চ ২০২২ ২৩:৩০
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ এবং আইপিএল চলবে একই সময়ে। ফলে আইপিএলে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটাররা কোনটি বেছে নিবেন তেমন আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। আজ তার চূড়ান্ত উত্তর মিলল। টেস্টের বদলে আইপিএলকেই বেছে নিয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা। যাতে বাংলাদেশ সিরিজের জন্য বেশ তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আইপিএলে দল পাওয়া এইডেন মার্করাম, ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেনে, আনরিখ নর্কিয়াদের মতো আইপিএলের কেউই নেই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে। তাদের অনুপস্থিতিতে খায়া জোন্ডো, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস ও ড্যারিন ডুপাভিলনের মতো নতুনরা ডাক পেয়েছেন দলে।
দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের আহ্বায়ক ভিক্টোর এমপিটস্যাং বলেছেন, ‘আইপিএলের খেলোয়াড়দের হারানোটা মোটেও কাম্য নয়। তবে আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রক্রিয়া মেনে চলি। ক্রমেই বাড়তে থাকা পাইপলাইনের সঙ্গে যারা (এ সিরিজের জন্য) নির্বাচিত হয়েছে, তাদের ওপর ভরসা রাখি।’
তরুণদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেছেন ভিক্টোর, ‘জাতীয় নির্বাচক প্যানেল ও আমি এ সিরিজ দেখতে মুখিয়ে আছি। আমাদের বিশ্বাস, টেস্ট সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ মাঠে গড়াবে ৩১ মার্চ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৮ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ডিন এলগার, টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, ডুয়ান্নে অলিভিয়ের, কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরমান, কাইল ভেরিয়েন্নে, লিজাড উইলিয়ামস, খায়া জোন্ডো।