Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং স্বর্গে ব্যাটিংটাই যেন ভুলে গেল বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৫:০৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৩৬

চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ বাংলাদেশ। চট্টগ্রামের পিচ সহজাতভাবেই ব্যাটিং সহায়ক। তা কাজে লাগিয়ে ৫৭৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ সেই পিচে বাংলাদেশী ব্যাটারদের নাকানি-চুবানি অবস্থা! প্রথম ইনিংসে টেনেটুনে ১৫৯ রান তোলা বাংলাদেশ ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেও একই অবস্থা। দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট! ব্যাটিং পিচে যেন ব্যাটিংটাই ভুলে গেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেলে ফলোঅন করে স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩ রান তুলে তৃতীয় দিনের চা বিরতিতে গেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ ইনিংস হার এড়াতে এখনো ৩৭৩ রান দরকার বাংলাদেশের।

চট্টগ্রামে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের তেমন পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। প্রায় দুই দিন রান উৎসব করেছেন সফরকারীরা, প্রোটিয়ারা সেঞ্চুরি তুলে নিয়েছে তিনটি। দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করেছে মনে হচ্ছিল, এই পিচে আউট হওয়াই কঠিন! নতুন বলের সাইনিংটা কাটিয়ে দিতে পারলে রীতিমতো ব্যাটিং স্বর্গ। অথচ বাংলাদেশি ব্যাটাররা নাকানি-চুবানি খাচ্ছেন!

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরোঅনে পড়া বাংলাদেশ পঞ্চম ওভারেই উইকেট হারায়। প্রথম ইনিংসে ব্যর্থ সাদমান ইসলাম অনিক দ্বিতীয় ইনিংসে স্রেফ উইকেট বিলিয়ে দিয়ে এলেন। ম্যাচের কন্ডিশন অনুযায়ী মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা দরকার ছিল। কিন্তু সাদমান ড্যান প্যাটারসনেক অযথাই খোঁচা দিতে গিয়ে ধরা পরলেন উইকেটের পেছনে।

তিনে নামা জাকির হাসান ফিরতে পারতেন ব্যক্তিগত ১ রানে। কিন্তু রাবাদার বলে স্লিপে জাকিরের ক্যাচ ছেড়েছেন এইডেন মার্করাম। অবশ্য তবুও নিজের স্কোর দুই অঙ্কের কোঠায় নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকাকেও উইকেট পেতে বেশি অপেক্ষা করতে হয়নি।

একাদশ ওভারে সেনুরান মাথুসামির বলে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হক যা করলেন তা রীতিমতো বিস্ময়কর। প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংটা একাই টেনেছিলেন বলে মুমিনুলের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু কেশভ মহারাজকে এগিয়ে এসে যেভাবে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ হলেন মুমিনুল সেটা বিস্মিত করেছে হয়ত প্রতিপক্ষকেও! শূণ্য রানে আউট হয়েছেন প্রথম ইনিংসে ৮১ রান করা মুমিনুল।

বিজ্ঞাপন

চা বিরতির আগে শেষ বলে ‘জীবন’ পাওয়া জাকির ‘জীবন’ দিয়েছেন সেনুরান মাথুসামির বলে। অযথাই ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করলেন। ব্যক্তিগত ৭ রানে স্ট্যাম্পিং হয়েছেন জাকির। বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ৪৩। সেখানেই চা বিরতির খেলা শেষ ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর