Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চায়নায় আর্চারিতে বেঁচে আছে বিশ্বকাপ স্বপ্ন


৮ মে ২০১৯ ২০:৫৫

ঢাকা: চায়নায় আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এ দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ পুরুষ এককে মো: রুমান সানা এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল শেষ ষোলতে উঠেছে।

আজ বুধবার দেশটিতে ২য় দিনে ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আরচ্যারী দলের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১/৪৮ খেলায় নিউজিল্যান্ডের ‘ম্যাথিসন ফিন’ কে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন।

বিজ্ঞাপন

মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১/২৪ খেলায় জাপানের ‘ওহি কাজুকি’কে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হয়। ১/১৬ খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল কোরিয়ার ‘লি সিনজিয়ান’ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মোহাম্মদ রুমান সানা ১/৪৮ খেলায় ‘চায়নার ‘দিং ইলিয়াং’ (উরহম ণরষরধহম) কে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন। মোহাম্মদ রুমান সানা ১/২৪ খেলায় নেদারল্যান্ডের ‘উইজলার স্টিভ’ কে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় মো: রুমান সানা নেদারল্যান্ডের ‘ভ্যান ডেন বার্গ জেফ’ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মো: ইমদাদুল হক মিলন ১/৪৮ খেলায় গ্রেট ব্রিটেনের ‘হিউস্টন প্যাট্রিক’ এর নিকট ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। মোহাম্মদ তামিমুল ইসলাম ১/৪৮ খেলায় ফিনল্যান্ডের ‘টেকোনিয়েমি অ্যান্টি’ এর নিকট ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।

রিকার্ভ মহিলা এককে ১/৪৮ খেলায় বিউটি রায় ইরানের ‘ঘাসেমি পারমিদা’ কে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন। বিউটি রায় ১/২৪ খেলায় জাপানের ‘হায়াকাওয়া রেন’ এর নিকট ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।

রিকার্ভ পুরুষ দলগতভাবে ১/১২ খেলায় বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: রুমান সানা ও মোহাম্মদ তামিমুল ইসলাম) ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হয়। বাংলাদেশ ১/৮ খেলায় নেদারল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ মিশ্র দলগতভাবে বাংলাদেশ ১/১২ খেলায় অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হয়। ১/৮ খেলায় বাংলাদেশ চাইনিজ তাইপে’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন

কম্পাউন্ড পুরুষ এককে ১/৪৮ খেলায় বাংলাদেশের অসীম কুমার দাস মালয়েশিয়ার ‘ওং কো ওয়ান’ এর নিকট ১৪২-১৪০ স্কোরের ব্যবধানে পরাজিত হন। কম্পাউন্ড মহিলা এককে ১/২৪ খেলায় বাংলাদেশের সুস্মিতা বনিক সিঙ্গাপুরের ‘মেডেলিন অং জু লি’ এর নিকট ১৪৩-১৪১ স্কোরের ব্যবধানে পরাজিত হন। কম্পাউন্ড মিশ্র দলগতভাবে বাংলাদেশ (অসীম কুমার দাস ও সুস্মিতা বনিক) ১/১২ খেলায় জাপানের নিকট ১৫৭-১৩৭ স্কোরের ব্যবধানে পরাজিত হয়।

সারাবাংলা/জেএইচ

আর্চারি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর