Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার অলিম্পিকে পদকের স্বপ্ন রোমান সানার


১৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:০২

ঢাকা: দেশের আর্চারি ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য বললে এক কথায় বলা যায় এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে রোমান সানার স্বর্ণপদক। আর্চারির র‌্যাঙ্কিংয়েও দেশের কোনও আর্চার হিসেবে প্রথমবার দশের তালিকায় ঢুকেছেন ২৪ বছরের এই ক্রীড়াবিদ। এমন অর্জন আশাবাদী করছে খুলনার এই আর্চারকে। চোখ রাখছেন টোকিওতে অলিম্পিকে। দেশের হয়ে একটা পদক পেতে চান দেশসেরা এই আর্চার।

ফিলিপাইন থেকে স্বর্ণপদক নিয়েই সোমবার দেশে ফিরেছে রোমান সানা। এমন অর্জনে নিজের পরিশ্রম আর লক্ষ্যের কথা জানালেন এই আর্চার, ‘এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। এশিয়ান পর্যায়ে সবচেয়ে বড় টুর্নামেন্ট। এখানে স্বর্ণপদক পাওয়াটা আমার জন্যও সৌভাগ্যের বিষয়। একই ইভেন্টে তিনটা পদক পেয়েছি। গোল্ড সিলভার ব্রোঞ্জ। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

বিজ্ঞাপন

চলতি বছরের নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশি আর ডিসেম্বরে নেপালে এস এ গেমস হবে। এই দুটি বড় আসরে স্বর্ণ পদক ধরে রাখাসহ দলগত ইভেন্টেও ভালো ফল আনতে চান সানা, ‘আগামীতে আমাদের যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে ও এস এ গেমস আছে, সেখানে আমাদের লক্ষ্য থাকবে ছয়টা ইভেন্টের যে কোনও একটাতে গোল্ড মেডেল পাওয়া।’

রোমান সানা

এই ধারাবাহিকতা বজায় রেখে ২০২০ সালে টোকিও অলিম্পিকে একটা পদক দেশের জন্য আনতে চান রোমান, ‘অলিম্পিক পদক পাওয়া আমার স্বপ্ন। আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেক হার্ড ওয়ার্ক করছি। এবং ধারাবাহিকভাবে ম্যাচ খেলতে পারছি বিধায় আমাদের সফলতা আছে। আশা করছি এমন ধারাবাহিকতা বজায় থাকলে অলিম্পিকে মেডেল পাওয়া সম্ভব। অলিম্পিকে মেডেল পেতে হলে আগে আমাকে সে যোগ্যতা অর্জন করতে হবে। অলিম্পিক অনেক বড় লেভেলের। আমার হাতে এখনও নয় মাসের মতো সময় আছে। আগে আমি নিজেকে সেভাবে প্রস্তুত করবো ‘

বিজ্ঞাপন

এছাড়াও গত জুনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দেওয়া আর্চার রোমান সানা চলতি বছর থাইল্যান্ডে একই আসরে (স্টেজ-১) রুপা জিতেছিলেন। আর এবার এশিয়া কাপের ‘স্টেজ-৩’এ স্বর্ণ পদক জয় করলেন। থাইল্যান্ডে এবছরের জেতা পদকটি বাংলাদেশের ইতিহাসের প্রথম জয় করা পদক ছিল। আর এই পদক জয়ের সাথে সাথে বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয় সানার।

সানার কোচ মার্টিন ফ্রেডরিখও আশাবাদী অলিম্পিক নিয়ে, ‘আমাদের দলটা বেশ ভালো করছে। ফিলিপাইনে ইতিবাচক ফল নিয়ে আসতে পেরেছি। পদক পাওয়ার তালিকায় আমরা তৃতীয় ছিলাম। চীন, মালয়েশিয়ার পরে তৃতীয় হিসেবে টুর্নামেন্ট শেষ করেছি। আমি গর্বিত। নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর ডিসেম্বরে এস এ গেমস। সেখানে প্রাথমিকভাবে ভালো ফল করা আমাদের উদ্দেশ্য। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই টুর্নামেন্টগুলোতে ভালো করা দরকার।

এদিকে এমন অর্জনেও একটু আক্ষেপ আছে সানা, ‘জনপ্রিয়তায় ক্রিকেট ফুটবল হতে পারে। তবে পদকের তালিকায় আর্চারি বাংলাদেশে এক নম্বর খেলা।‘ ধীরে ধীরে আর্চারি সেই জায়গাটা নিবে বলে আশা করছেন সানা।

অলিম্পিক আর্চার রোমান সানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর