বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক লিটন
৪ মে ২০২৫ ১৬:২০ | আপডেট: ৪ মে ২০২৫ ১৭:২১
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে লিটনের নাম শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে লিটন দাসকে। আর সহ-অধিনায়ক হিসেবে মাহেদীকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মাহেদী।
এভাবে বিশ্বকাপের আগে আরও কয়েকজনকে বাজিয়ে দেখতে চাইবে বোর্ড। সেখান থেকে পরে একজনকে চূড়ান্ত করা হবে।
গত জানুয়ারিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন সেই সময়কার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে চেয়ারটা ফাঁকা ছিল।
বাংলাদেশ অবশ্য এর মধ্যে কোনো টি-টোয়েন্টি খেলেওনি। তবে সামনে যখন দুটি সিরিজ সে হিসেবে নেত্বত্বে একজনকে বেছে নিতেই হতো বিসিবিকে।
লিটনকে শেষ পর্যন্ত বেছে নিলো বাংলাদেশ। লিটন দাসের টি-টোয়েন্টি পারফরম্যান্সও অবশ্য সুবিধার না। সর্বশেষ ২৫ টি-টোয়েন্টিতে ফিফটি মাত্র ১টি। অন্য দুই ফরম্যাটেও অনেকদিন প্রত্যাশিত রান পাচ্ছেন না লিটন। তবে নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন আর সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে।
সেই সিরিজে লিটন ব্যাটে প্রত্যাশিত রান করতে না পারলেও তার অধিনায়কত্ব পছন্দ হয়েছে অনেকের। এসব কারণে লিটনকেই পরবর্তী অধিনায়ক হিসেবে চূড়ান্ত করল বিসিবি।
আসন্ন দুই সিরিজের দলে নেই তারকা পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে ইংল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। তার জায়গায় দলে রাখা হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামকে। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়লেও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। শান্ত বাদ পরতে পারেন এমন একটা আলোচনা অবশ্য শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস