আইসিসির মাস সেরা তালিকায় মিরাজ
৬ মে ২০২৫ ১৬:৩২
এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১-১ সমতায় নিষ্পত্তি হওয়া সিরিজে বল হাতে নিয়েছেন ১৫ উইকেট, এক সেঞ্চুরিতে ১১৬ রান করেছেন এই ডানহাতি অলরাউন্ডার। এই পারফরম্যান্সেই মিরাজ জায়গা করে নিলেন আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’-এর তালিকায়। এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজের সাথে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
আইসিসি এই পুরস্কার চালু করেছে ২০২১ সাল থেকে। সে বছরের মে মাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাস সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম। একই বছরের জুলাইয়ে সাকিব আল হাসান হন প্লেয়ার অফ দ্য মান্থ। ২০২৩ সালের মার্চেও অবশ্য সাকিব মাস সেরা হন দারুণ পারফরম্যান্সে। আর একমাত্র নারী ক্রিকেটার হিসেবে এই অর্জন আছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে তিন উইকেটের ব্যবধানে। দল হারলেও দুই ইনিংস মিলে দশ উইকেট নেন মিরাজ। তবুও হার ঠেকাতে পারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের জন্যই যেন তৈরি হয়ে ছিলেন মিরাজ। সাত নম্বরে নেমে টেইলএন্ডারদের সাথে করেছেন দারুণ এক সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে এনে দেন ২০০ রানের বেশি লিড। এরপর বল হাতে নেন পাঁচ উইকেট। মিরাজের ঘূর্ণিতেই ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
এই সিরিজে জিম্বাবুয়ের হয়ে বল হাতে আগুন ঝড়িয়েছেন পেসার মুজারাবানি। সিলেট টেস্টে তার বোলিং তোপেই মূলত ব্যাটিং ধস হয় বাংলাদেশের। প্রথম ইনিংসে তিন উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৭২ রানে নেন ৬ উইকেট। এই পারফরম্যান্স দিয়েই এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন দীর্ঘদেহী এই পেসার।
এপ্রিল সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনীত তৃতীয় জন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট করে।
সারাবাংলা/জেটি
আইসিসি জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বিসিবি ব্লেসিং মুজারাবানি মেহেদী হাসান মিরাজ