নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন রাবাদা
৬ মে ২০২৫ ১৭:১৯
নিষিদ্ধ ড্রাগ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সাময়িক নিষিদ্ধ হন কাগিসো রাবাদা। ২৯ বছর বয়সী এই পেসার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেয়া এক বক্তব্যে রাবাদা নিজেও স্বীকার করেছেন নিষিদ্ধ ড্রাগ সেবনের কথা। যে কারণে মাসখানেকের বেশি সময় গুজরাট টাইটান্সের হয়ে খেলতে পারেননি এবারের আইপিএলে। অবশেষে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তিনি, খেলতে বাধা নেই আইপিএলে।
যদিও তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রাবাদা। কিন্তু নিজের ভুল বুঝতে পারায় নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনা হয় এক মাসে। এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়াতে মাঠের ক্রিকেটে ফিরতেও আর বাধা নেই তার। খেলতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাটের পরের ম্যাচেই। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) সহযোগী সংগঠন সাউথ আফ্রিকান এজেন্সি ফর ড্রাগ ফ্রি স্পোর্ট (সাইডস) রাবাদাকে মুক্তি দিয়েছে নিষেধাজ্ঞা থেকে।
এবারের আইপিএলে মেগা নিলাম থেকে রাবাদাকে দলে টানে ২০২২ আসরের চ্যাম্পিয়ন গুজরাট। দলটির হয়ে চলতি আসরে মাত্র ২ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি পেসার। সেই ২ ম্যাচের পর গত ০৩ এপ্রিল হঠাৎ করেই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যান এই প্রোটিয়া পেসার। তখন গুজরাটের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়েছেন তিনি।
সারাবাংলা/জেটি