ঢাকায় ৩০০ টাকায় দেখা যাবে হামজাদের ম্যাচ
৬ মে ২০২৫ ১৮:৪০
বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হলেও এখনও ঘরের মাঠে খেলার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দেশের মাঠে অভিষেক হবে তার। ফিফার অনুমতি পেলে একই ম্যাচে দেখা যেতে পারে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমকেও। আসন্ন এই ম্যাচ ঘিরে দেশের ফুটবল ভক্তদের আগ্রহ তাই তুঙ্গে। সেই উন্মাদনার কথা মাথায় রেখেই এই ম্যাচের টিকেট অনলাইনে কাটার ব্যবস্থা করছে বাফুফে।
যার দাম শুরু হবে ৩০০ টাকা থেকে। আজ (মঙ্গলবার) বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন এই তথ্য। সিঙ্গাপুর ম্যাচের টিকেট নিয়ে ফাহাদ বলেন, ‘আমরা ২০ মের ভেতর চেষ্টা করব টিকিট ছাড়ার। কম্পিটিশন কমিটি থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে। বাকিটা সভাপতি সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য ন্যূনতম টাকা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে করার আলোচনা চলছে। ম্যাচগুলোকে আমরা রাজস্ব আয়ের ভালো সুযোগ হিসেবে নিচ্ছি।’
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে নতুন অ্যাওয়ে কিট পরে খেলেছে বাংলাদেশ দল। নতুন ডিজাইন ও রঙ-এর সেই জার্সি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আসন্ন সিঙ্গাপুর ম্যাচের আগে নতুন এই কিটের প্রচারণাও সারছে বাফুফে। সহ-সভাপতি ফাহাদ জানান, এই জার্সি সমর্থকদের জন্য শীঘ্রই উন্মুক্ত করা হবে।
সাথে ম্যাচের দুই সপ্তাহ আগে উন্মোচন করা হবে নতুন হোম জার্সিও। এমনটা জানিয়ে ফাহাদ আরও বলেন, ‘বাংলাদেশের নতুন জার্সি নিয়ে এই বাফুফে কর্তা বলেন, ‘প্রথমবারের মতো আমাদের একটা অ্যাওয়ে কিট উন্মোচন হয়েছে। এখন হোম কিট উন্মোচন করার সময় এসেছে। আমি চাচ্ছি, এটি ম্যাচের দুই সপ্তাহ আগে বাজারে আসে। সমর্থকেরা যেন এটা পরে খেলা দেখতে আসতে পারে। জার্সি বিক্রি থেকে আমরা কিছু অর্থ পেয়ে থাকি।’
এশিয়ান কাপ বাছাইপর্ব টিকেট ফাহাদ করিম বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজা চৌধুরী