Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৫ ১৬:৩৯

এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের জন্য মাঝপথে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আজ (শুক্রবার) দুপুরে প্রথমে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা এলেও আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া জানান, এক সপ্তাহের জন্য আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এবারের আইপিএল।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়,’টুর্নামেন্টের বাকি অংশের সূচি ও ভেন্যু নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণের পর আলোচনার করে নতুন  ঘোষণা দেয়া হবে। আইপিএল গভর্নিং কাউন্সিল, স্টেল হোল্ডার, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর, ভক্তদের নিরাপত্তার কথা ভাবা হয়েছে। ভারতীয় সেনাদের প্রতি বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন আছে।’

বিজ্ঞাপন
মূলত গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস  ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাত করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শংকায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সীমান্তবর্তী বেশ কয়টি বিমানবন্দরু ঘোষণা করেছে ভারত, এর মধ্যে আছে ধর্মশালার একমাত্র বিমানবন্দরটিও।
সে কারণে বিশেষ ট্রেন যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেয়ার কথা জানান, বিসিসিআই সভাপতি রাজিব শুক্লা।এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের।  প্লে অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ বিসিসিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর