বাতিলের পথে ভারতের বাংলাদেশ সফর, এশিয়া কাপ
৯ মে ২০২৫ ২০:১৮
ক্রমেই আরও জটিলতা বাড়ছে ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে। দুই প্রতিবেশি দেশের এই দ্বন্দ্বের প্রভাবে পাকিস্তান সুপার লিগ সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। নিরাপত্তার ইস্যুতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরও স্থগিত করা হয়েছে এক সপ্তাহের জন্য। এর প্রভাব পড়তে পারে ভারতের আসন্ন বাংলাদেশ সফরে, এমনকি বাতিল হতে পারে ভারতের অনুষ্ঠেয় এশিয়া কাপের আসরও।
আজ (শুক্রবার) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অফ ইন্ডিয়া। সেই প্রতিবেদনে বলা হয়, আসন্ন আগস্টে বাংলাদেশ সফর ও এরপর এশিয়া কাপ আয়োজনের প্রশ্নে নেতিবাচক অবস্থানে আছে বিসিসিআই। এই সময়টায় আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো সম্পন্ন করতে চায় তারা। যদিও আপাতত এক সপ্তাহ স্থগিতাদেশ দেয়া হয়েছে আইপিএলের। তবুও বর্তমান পরিস্থিতির আলোকে বলা চলে, সহসাই থামছে না ভারত-পাকিস্তানের এই আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা।
বর্তমান সূচি অনুযায়ী চলতি মে মাসেই শেষ হয়ে যাওয়ার কথা এবার আইপিএলের। এরপর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফর শেষে বাংলাদেশে আসার কথা ভারতের, সাদা বলের দুটি সিরিজ খেলার জন্য। আসন্ন এই ব্যস্ত সূচি আর আইপিএলের বাকি ম্যাচগুলো মাঠে গড়াতে চাইলে ভারতের সামনে আগস্ট-সেপ্টেম্বরের উইন্ডোই কেবল খোলা। যে কারণে বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।
টাইমস অফ ইন্ডিয়া আরও জানাচ্ছে, আইপিএলের বাকি অংশ বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষ হলেও সেসব বাতিল হতে পারে। বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, খেলোয়াড়দের বিশ্রাম ও আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই অবস্থানে অনড় থাকবে সংস্থাটি।
সারাবাংলা/জেটি