Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনা-রিয়াল মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫ ১২:৩৭

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আজ (রবিবার) রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বার্সেলোনা। সব মিলিয়ে মৌসুমে চতুর্থবারের মতো এল ক্লাসিকোতে দেখা হচ্ছে দুই দলের। আগের তিন ম্যাচের সবকটিতেই জিতেছেন লামিন ইয়ামালরা। এর মধ্যে একটি ছিল লা লিগার ম্যাচ, বাকি দুটি ছিল স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে’র ফাইনাল।

বিজ্ঞাপন

সেই দুই ফাইনাল জিতে এবারের মৌসুমের এল ক্লাসিকোর আগে বেশ ফুরফুরেই আছে বার্সেলোনা,। তবে ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে হেরে বাদ পড়েছে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগ থেকে এক রাউন্ড আগে বাদ পড়েছে রিয়াল মাদ্রিদও। তাই দুই দলেরই চোখ এখন লা লিগার শিরোপায়।

 ৩৪ ম্যাচ খেলার পর ২৫ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ২৩ জয় নিয়ে ৭৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে মাদ্রিদ। চার পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা এই ম্যাচ জিতলে শিরোপা অনেকাংশেই নিশ্চিত হবে তাদের। আর মাদ্রিদ জিতলে জমে উঠবে শিরোপার লড়াই। তখন দুই দলের পয়েন্ট ব্যবধান হবে ১।

১৯০২ সালে শুরু হওয়া স্প্যানিশ ফুটবলের এই ঐতিহাসিক লড়াইয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বার্সেলোনা জিতেছে ১০৩ ম্যাচ, রিয়াল মাদ্রিদ জিতেছে ১০৬টিতে। আর ড্র হয়েছে ৫১টি।

সারাবাংলা/জেটি

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর