Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাভেলের ছক্কায় চ্যাম্পিয়ন টাইটান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ মে ২০২৫ ০১:৩২ | আপডেট: ১৪ মে ২০২৫ ০১:৫৩

সাইদুর রহমান পাভেল—দক্ষ অভিনেতার পাশাপাশি একজন দুর্দান্ত ক্রিকেটার হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন। পরপর দুই বলে দুটি ছক্কা হাকিয়ে নিজের দল চ্যাম্পিয়ন করলেন। ১৩৮ রানের টার্গেটে মাত্র ১৬ ওভারে ১৪২ রান করে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এর শেষ হাসি হাসল গিগাবাইট টাইটান।

তবে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ রান করেছেন পার্থ শেখ। তিনি ৫৬ বলে অপরাজিত থেকে ৭২ রান করেন। এর মধ্যে ৩টি ছক্কা ছিল। এ দুজনের উপর ভর করে স্বপ্নধরা স্পারটান্সকে ৯ উইকেটে হারিয়েছে পার্থ-পাভেলদের দল টি-টুয়েন্টি লীগটিতে।

বিজ্ঞাপন

শুধু ছেলের দল না মেয়েদের দল হিসেবেও চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মেয়েদের ম্যাচগুলো ২ ওভারের হয়েছে। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭ রান করে স্বপ্নধরা স্পারটান্স। জবাবে টাইটানের মেয়েরা খুব সহজেই ১৮ রানের টার্গেট পূরণ করে ফেলে। আর এতে ভূমিকা রেখেছেন সন্ধ্যা ১৩ রান করে।

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (পুরুষ) হয়েছেন সাইদুর পাভেল। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (নারী) হয়েছেন মালিহা। তিনি এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।

টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটান্স। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করেছে টি-স্পোর্টস।

গিগাবাইট টাইটানসের হয়ে খেলেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। দলটির তত্ত্বাবধানে ছিলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কালাম রাজ। অন্যদিকে স্বপ্নধরা স্পারটান্সে খেলেছেন শ্যামল মাওলা, জয় চৌধুরী, দীপা খন্দকার, জাকিয়া সুলতানা কর্নিয়া প্রমুখ। দলটির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

গিগাবাইট টাইটান সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট স্বপ্নধরা স্পারটান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর