Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২১

আবারও দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজুর রহমান

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আগামী শনিবার আবার মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটারদের সাথে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেসার ম্যাকগার্কও। দিল্লির এই ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য আর ফিরছেন না।

তার বদলি হিসেবে আজ (বুধবার) মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি। আগের আসরে এক্সিলারেটেড নিলাম থেকে তাকে দলে টানে চেন্নাই সুপার কিংস। অবশ্য এবারের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই বাঁহাতি পেসার। তিনি-সহ কোনো বাংলাদেশিই দল পাননি এবারের আইপিএলে।

বিজ্ঞাপন

২০১৬ সালে আইপিএল অভিষেক হয় মোস্তাফিজের। সেই মৌসুমে সানরাইজার্স হায়দরবাদের হয়ে শিরোপাও জেতেন তিনি। তার হাতে উঠেছিল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ঘুরে মোস্তাফিজে ঠিকানা হয় দিল্লি ক্যাপিটালস। ২০২২ ও ২০২৩ আসরে দলটির হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার।

দিল্লির হয়ে তৃতীয় আসরে খেলার সুযোগ এবার তার সামনে। যদি বিসিবি থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭ মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ০৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।

ইতোমধ্যে আজ আরব আমিরাত সফরের জন্য দুই দলে ভাগ হয়ে বাংলাদেশ ছাড়ছেন ক্রিকেটাররা। সকাল দশটার ফ্লাইটে ১০ জন ক্রিকেটার আরব আমিরাতে গেছেন, স্কোয়াডের বাকিরা ও কোচিং স্টাফের সদস্যরা যাবেন সন্ধ্যা ৭টার ফ্লাইটে। এই সফরের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর