Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে সাকিব-মোস্তাফিজের আবেদন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:১৪ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:১৭

গতকাল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ থেকে একদিনে দুই খবর মিলেছে বাংলাদেশ ক্রিকেটে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। একই দিনে খবর পাওয়া যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স থেকে ডাক পেয়েছেন সাকিব আল হাসান।

দুই ক্রিকেটার ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন। বিসিবির অনুমতি পেলে দুই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলবেন দুই ক্রিকেটার।

বিজ্ঞাপন

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র চাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।

তিনি সারাবাংলাকে বলেন, ‘দুজনই আমাদের কাছে এনওসি চেয়ে আবেদন করেছে। এখন বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

গতকাল বুধবার বিকেলে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তবে একই সময়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলবে বলে মোস্তাফিজকে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। এর মধ্যেই অনাপত্তিপত্রের জন্য আবেদন করলেন মোস্তাফিজ।

সাকিব আল হাসানের অবশ্য তেমন কোনো সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলে সাকিবের নাম নেই। ফলে সাকিবের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে মোস্তাফিজের মতো প্রতিবন্ধকতা নেই। তবু শেষ পর্যন্ত বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

সারাবাংলা/এসএইচএস

মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর