Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে ফিরছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:২৬ | আপডেট: ১৬ মে ২০২৫ ০০:৩৬

গত বছরের নভেম্বরে আবু ধাবি টি-১০ লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। স্বীকৃত ক্রিকেটে সেটািই ছিল সাকিবের শেষ খেলা। প্রায় ৬ মাস পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিবের লাহোরে যুক্ত হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পিএসএলের ক্লাবটি। লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তাঁর অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। তাঁর উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’

বিজ্ঞাপন

সাকিব নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে সাকিব বলেন, ‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’

জানা গেছে, ১৭ মে লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দেবেন সাকিব। তার পরের দিনই মাঠে নামার কথা রয়েছে দলটির। লাহোর এই ম্যাচে জিতলে তাদের প্লে অফের সমীকরণ টিকে থাকবে। আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায়।

বিজ্ঞাপন

এদিকে, পিএসএল খেলতে ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোার্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছন সাকিব আল হাসান। বিসিবি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অনাপত্তিপত্রের ব্যাপারে বিসিবি বেশ ইতিবাচক বলে জানা গেছে।

সারাবাংলা/এসএইচএস

পিএসএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর