Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবিতে আবারও দুদকের অভিযান, যা জানা গেল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৭:১৫ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:১৮

এক মাসের ব্যবধানে দুইবার বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের মৌসুম ও ঘরোয়া ক্রিকেটের অনিয়মের অভিযোগে এক মাসের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (শনিবার) দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন দুদকের চার সদস্যের একটি দল।

অভিযান শেষে দুদকের প্রতিনিধিরা জানান, বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছেন তারা। এর সাথে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্ব ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে আর্থিক অনিয়মের অভিযোগেও তদন্ত করেছে দুদকের দলটি।

বিজ্ঞাপন

দুদুকের সহকারী পরিচালক অভিযান শেষে জানান, প্রাথমিক তদন্ত শেষে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্বে অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। নির্দিষ্ট কারো নাম জানালেও, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিসিডিএমকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্বে নির্দিষ্ট কিছু ক্লাবকে সুবিধা দিত আগের বোর্ড, এমন অভিযোগও পেয়েছেন দুদকের কর্মকর্তারা। এর সাথে গঠনতন্ত্র অনুযায়ী যে প্রক্রিয়ায় বিসিবি চলার কথা, এর বাত্যয় পেয়েছে দুদক। অবশ্য বিসিবির সকল প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ তদন্ত করার কথাও জানান দুদক পরিচালক রাজু।

প্রাথমিক তদন্ত শেষে দুদক সহপরিচালক বলেন, ‘তৃতীয় বিভাগের বাছাইপ্রক্রিয়া, নতুন গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছি। সেই অভিযোগের আলোকে নথিপত্র সংগ্রহ করে সকাল থেকে সেগুলো পর্যালোচনা করলাম। আমরা সবার সঙ্গে কথা বললাম। সব কাজ এখনও শেষ করতে পারিনি। কিছু কাজ এখনও বাকি আছে।’

এর আগে গত ১৫ এপ্রিল তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিসিবিতে অভিযান চালায় দুদকের তিন সদস্যের দল। সেদিন ঘন্টা দেড়েকের অভিযানের পর সংবাদ সম্মেলনে তদন্ত নিয়ে কথা বলেন তারা। তিন অভিযোগ ছিল, মুজিব শতবর্ষ উদযাপনে ১৯-২০ কোটি টাকা লোপাটের অভিযোগ, বিপিএলের টিকিট বিক্রির অর্থ অসঙ্গতি ও তৃতীয় বিভাগ লিগ শুরু নিয়ে অসঙ্গতি। ২০২০-২১ সালে মুজিব শতবর্ষ উদযাপনে  অভিযোগ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

 সেদিন অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আল-আমিন বলেন, ‘মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে। এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাইবাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।’

সারাবাংলা/জেটি

অভিযান দুদকের অভিযান দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর