Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়া সেঞ্চুরিতে তামিমকে মনে করলেন ইমন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১২:৫৬

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর যেন উড়ছেন ইমন

দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেঞ্চুরি ছিল কেবল একটি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ধর্মশালায় ৬০ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন তামিম ইকবাল। এরপর কেটে গেছে আরও ৯ বছর, কিন্তু টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পাননি আর কোনো বাংলাদেশি ব্যাটার। অবশ্য বলা ভালো, ৯ বছর পর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছে বাংলাদেশ।

গতকাল (শনিবার) শারজাতে আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। গড়েছেন দ্রুততম ও সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ড। অবশ্য ইমনের সামনে একমাত্র তামিমই ছিলেন এই রেকর্ডে এতদিন। সেঞ্চুরির পরের বলে বোল্ড না হলে হয়তো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমের গড়া ১০৪ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটাও ভেঙে দিতেন ইমন। ৫৪ বলে ৫ চার ও সর্বোচ্চ ৯ ছক্কা এরে ১০০ রানে থেমেছেন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন

আর এমন ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। দলও জিতেছে ২৭ রানে। বাংলাদেশের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমিরাত গুটিয়ে গেছে ১৬৪ রানে। সংবাদ সম্মেলনে আসা ইমনের কন্ঠে ছিল তৃপ্তির ছাপ। জানালেন সেই সেঞ্চুরির পর তার সবার আগে মনে পড়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তামিমের কথা।

২২ বছর বয়সী ইমন বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেঞ্চুরি হয়েছে আজ (গত রাতে)। তাই ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের প্রথম সেঞ্চুরি ছিল। আমার এটা দ্বিতীয় ছিল। সব মিলিয়ে তাই ভালো লাগছে। তার পরে আমার নাম এসেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।’

বিজ্ঞাপন

ধর্মশালায় ৯ বছর আগে তামিমের করা সেঞ্চুরির হাইলাইটস এখনও মনে আছেন ইমনের, ‘তামিম ভাইয়ের সেঞ্চুরিটা মনে আছে। ওমানের বিপক্ষে করেছিলেন। তাঁর (তামিম) সব খেলা দেখি সব সময়। তাই মনে ছিল।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামী ১৯ মে একই মাঠে রাত ৯টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল পারভেজ হোসেন ইমন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর