এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্স থেকে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন মিরাজ। দ্রুতই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা স্পিনিং অলরাউন্ডারের।
এই মুহূর্তে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন বাংলাদেশের অপর ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল লাহোরের হয়ে মাঠেও নেমেছিলেন সাকিব। মিরাজ এবার যোগ দিচ্ছেন সাকিবের সঙ্গে।
লাহোর কালান্দার্সের হয়ে কিছুদিন আগে খেলে এসেছেন বাংলাদেশের অপর ক্রিকেটার রিশাদ হোসেন। সংযুক্ত আরব আমিরাত সিরিজ খেলতে জাতীয় দলে যোগ দেওয়া রিশাদ পিএসএল থেকে চলে এসেছেন। তারপর সাকিবকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার যোগ দিচ্ছেন মিরাজ।
সকালে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন মিরাজ। দুপুরে এক বিবৃতিতে মিরাজকে অনাপত্তিপত্র দেওয়ার কখা জানিয়েছে বিসিবি। আগামী ২২ থেকে ২৫ মে মে লাহোরের হয়ে পিএসএল খেলতে অনুমতি দেওয়া হয়েছে মিরাজকে।
এপ্রিলে আইসিসির মাসসেরা পুরস্কার জেতা মিরাজ গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এর আগে কখনো বিদেশি টি-টোয়েন্টি লিগ না খেলা মিরাজ এই ফরম্যাটে সব মিলিয়ে ১৫৩ ম্যাচ খেলে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ২ হাজার ৯৯।
উল্লেখ্য, চলতি বিপিএলে বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন নাহিদ রানা ও লিটন দাসও। চোটের কারণে ফিরে আসতে হয় লিটনকে। আর নাহিদ টুর্নামেন্টে গেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।