আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের এবারের আসরের প্লে অফ। বাংলাদেশ সময় রাত ৯টায় এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে তিন ‘বাংলাদেশির’ লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান খেলেছেন এক ম্যাচ, মেহেদী হাসান মিরাজ যোগ দিয়েছেন আর ফিরেছেন রিশাদ হোসেন। এই ম্যাচে জিতলে সাকিব-রিশাদরা খেলবেন দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল।
গত রাতেও রিশাদ ব্যস্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাথে শারজা স্টেডিয়ামে, আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। তিন ম্যাচের সিরিজে দুটিতে খেলেছেন এই লেগ স্পিনার। এর আগে ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়াতে দেশে ফেরেন রিশাদ। সাথে ছিলেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া পেসার নাহিদ রানাও।
রিশাদ স্কোয়াডে ফেরাতে তিন বাংলাদেশি নিয়ে স্পিন আক্রমণ সাজানোর পরিকল্পনা করতে পারবে লাহোর। সাকিব-মিরাজের সাথে লেগ স্পিনার রিশাদ যোগ করবেন বৈচিত্র্য। সাকিব এখন পর্যন্ত খেলেছেন এক ম্যাচ। পেশোয়ারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার। মিরাজ প্রথমবার ডাক পেয়েছেন পিএসএলে। আর রিশাদ পাঁচ ম্যাচে ১৬.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন।