Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট ছাড়ছেন ‘টাইমড আউট’ ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫ ১৬:৩৮

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে নিয়মানুযায়ী টাইমড আউট হন এই লংকান অলরাউন্ডার। সেই বাংলাদেশের বিপক্ষেই ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাতে চলেছেন ম্যাথিউস।

আজ (শুক্রবার) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ম্যাথিউস। আগামী ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া গল টেস্টই হতে যাচ্ছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের লাল বলের ক্যারিয়ার। যদিও সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিদায়ী পোস্টে ম্যাথিউস লেখেন, ‘শ্রীলংকার হয়ে গেল ১৭ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারাটা আমার কাছে সম্মান এবং গর্বের। ক্রিকেটকে নিজের সবটুকুই আমি দিয়েছি, ক্রিকেটও আমাকে সেভাবেই ফিরিয়ে দিয়েছে, এই ক্রিকেটের কারণেই আমি, আজকের আমি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। নির্বাচকদের সাথে আমার আলাপ হয়েছে, সেখানেই আমি জানিয়েছে সাদা বলের ক্রিকেটে তারা যদি আমার প্রয়োজনীয়তা অনুভব করেন, আমি তৈরি আছি।’

২০২৫ সালে গলে সর্বশেষ টেস্ট খেলা ম্যাথিউসের অভিষেকও এই মাঠেই, শেষটাও করবেন গলেই। এখন পর্যন্ত শ্রীলংকার হয়ে ১১৮টি টেস্ট খেলেছেন ম্যাথিউস, যা দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ। ১১৮ টেস্টের ২১০ ইনিংসে রান করেছেন ৮১৬৭ রান, দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ। ১৬ সেঞ্চুরির সাথে আছে ৪৫টি হাফ সেঞ্চুরি।

সারাবাংলা/জেটি

অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর