Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন গেল মোস্তাফিজের আইপিএল?

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫ ১৭:৫২

আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি দশ ফ্র্যাঞ্চাইজির কোনোটি। দুইদিন ব্যাপী সেই নিলামে অবিক্রিত থাকা মোস্তাফিজই দল পেলেন আচমকা। ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত হওয়ার পর ফেরত আসেননি অনেক বিদেশি ক্রিকেটার। কপাল খুলে গেল মোস্তাফিজের। নিলামে ভিত্তিমূল্য ২ কোটি থাকলেও তাকে দিল্লি ক্যাপিটালস নিল ৬ কোটি রুপিতে।

সেই মোতাবেক বিসিবি থেকে ১৮ থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্রও দেয়া হয় মোস্তাফিজকে। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে পরদিনই ভারতে দলের সাথে যোগ দেন এই বাঁহাতি পেসার। প্রথম ম্যাচে উইকেট না পেলেও করেছেন ইকোনমিক্যাল বোলিং, দিয়েছেন মাত্র ২৪ রান।

বিজ্ঞাপন

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রানে নেন এক উইকেট। আর গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছেন এবারের আইপিএলে নিজের সেরা বোলিং। ৬ উইকেটে জেতা ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একইসাথে হয়েছেন আইপিএলে সর্বোচ্চ উইকেট নেয়া বাংলাদেশি বোলার।

৭১ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে এতদিন আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। গতকালের তিন উইকেটে ৬০ ম্যাচে মোস্তাফিজের শিকার ৬৫ উইকেট।

এবারের আইপিএলে গতকাল শেষ হয়েছে দিল্লি ক্যাপিটালসের যাত্রা। শেষ হয়েছে মোস্তাফিজের এবারের পথচলাও। আইপিএল শেষে তার সামনে পাকিস্তান সিরিজ। ২৮ মে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ দিল্লি ক্যাপিটালস বিসিবি মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর