Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২২:১৮ | আপডেট: ২৮ মে ২০২৫ ০০:২০

একদিন পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজ খেলতে নামতে পারছে না বাংলাদেশ। কদিন আগেই আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কথায়, সেসব অতীত। পাকিস্তানের বিপক্ষে নতুন সিরিজ নতুন চ্যালেঞ্জ বলেছেন লিটন। বাংলাদেশ দল বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারে বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েই আরব আমিরাতে গিয়েছিলেন লিটন। কিন্তু শুরুতেই ভরাডুবি! আরব আমিরামতো শক্তি, ঐতিহ্যে যোজন যোজন পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।

আগামীকাল থেকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি। আজ সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ।’

ভুল থেকে শিক্ষা নেওয়ার পুরনো কথা নতুন করে আবার বলেছেন লিটন, ‘আলোচনা–সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারি। আমরা জানি, কোথায় কী ভুল করেছি। চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়।’

দল হিসেবে বাংলাদেশ যে ধারাবাহিক নয় সেটা পরিসংখ্যানে পরিস্কার। লিটন সেটা স্বীকার করেই নতুন চ্যালেঞ্জ নিতে চান। বলেছেন দল হিসেবে বিশ্বের যেকোন দলকে হারাতে পারে তার দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি…কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়। আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর