পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে স্কোয়াডে নেই দলের দুই শীর্ষ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে জায়গা হয়েছে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের।
মেহেদি হাসান মিরাজকে হঠাৎ স্কোয়াডে ডাকা হলেও এই ম্যাচেও স্পিনিং অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদি হাসানের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ। অপর স্পিনার রিশাদ হোসেন।
সৌম্য সরকার চোটের কারণে ছিটকে গেলে তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে রাখা হয়েছে দুই তরুণ পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে। তিনে অধিনায়ক লিটন, চারে তাওহিদ হৃদয়। তারপর উইকেটরক্ষক জাকির আলি অনিক ও হার্ড হিটার শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মাহেদি হাসান, জাকির আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ূব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।