Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমন-তামিম ঝড়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২৩:২২ | আপডেট: ২ জুন ২০২৫ ০৩:২৪

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা আগেই জিতে নিয়েছে পাকিস্তান। আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানো মিশন। মিশনে বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ হলো না। আগে ব্যাটিং করে ১৯৬ রান তুলেছে লিটন দাসের দল।

টি-টোয়েন্টিতে এটা পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর বাংলাদেশের। আগের সর্বোচ্চ ছিল ১৭৫ রান। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই স্কোর গড়েছিল বাংলাদেশ। আজ সেটা পেরিয়ে যাওয়াতে বড় অবদান বাংলাদেশের দুই তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের। ওপেনিং জুটিতে মাত্র ৬৪ বলে ১১০ রান তুলেছেন দুজন।

রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুই তরুণ ওপেনারের ব্যাটিং ঝড়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দুজনই স্বভাবত আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শুরু থেকেই।

বিজ্ঞাপন

আগের দুই ম্যাচে রান না পাওয়া পারভেজ হোসেন ইমন আজ যতক্ষণ ক্রিজে ছিলেন পাকিস্তানি বোলারদের নাস্তানাবুদ করেছেন। ১০.৪ ওভারের ওপেনিং জুটিতে দুজন তুলেছেন ১১০ রান। তানজিদ হাসান তামিম ৩২ বলে ৩টি করে চার-ছয়ে ৪২ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

পরের ওভারেই পারভেজ হোসেন ইমনও ফিরেছেন। মাত্র ৩৪ বল খেলে ৬৬ রান করেছেন কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করা ইমন। আজ তার ইনিংসে চার ৭টি, ছক্কা ৪টি। এই দুজন ফেরার পর বাংলাদেশের পরের ব্যাটাররা সেই গতিটা আর ধরে রাখতে পারেনি।

বড় ইনিংস খেলতে পারেননি কেউ। লিটন দাস তিনে নেমে ১৮ বলে ১টি করে চার-ছয়ে ২২ রান করেছেন। তাওহিদ হৃদয় ১৮ বলে ২টি চার ১টি ছয়ে ২৫ রান করেছেন। এছাড়া শেষ দিকে জাকের আলী অনিক ৯ বলে ১৫ ও তানজিম হাসান সাকিব ৩ বলে ৮ রান করে বাংলাদেশকে দুইশর কাছাকাছি নিয়েছেন।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি ও হাসান আলি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

দেশে সবুজ কারখানা ২৫৩টি
১৯ জুলাই ২০২৫ ১৩:৪৭

আরো

সম্পর্কিত খবর