Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৫ ১৫:৫১

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন হাইনরিখ ক্লাসেন

২০২৪ সালের শুরুতে টেস্ট ছেড়েছিলেন হাইনরিখ ক্লাসেন। এবার বাকি দুই ফরম্যাট তথা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার। আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের খবর জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে ক্লাসেন লেখেন, ‘আমার জন্য দুঃখভারাক্রান্ত একটা দিন আজ। কারণ আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি আমি। কারণ আমার নিজের এবং পরিবারের জন্যই এই সিদ্ধান্ত নেয়া।’

পেশাদার ক্রিকেটার হওয়াতে বছরের বড় একটা সময় পরিবার-পরিজন ছেড়ে থাকতে হয় ক্লাসেনকে। জাতীয় দলের ব্যস্ততা তো আছেই, এর সাথে যুক্ত হয়েছে বাড়ন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের চাহিদা। সেক্ষেত্রে পুরো বছরই ক্রিকেটারদের ব্যস্ত থাকতে হয় মাঠের ক্রিকেটে। কাজেই এই সিদ্ধান্ত নিতে ক্লাসেন প্রাধান্য দিয়েছেন তার পরিবারকেই।

বিজ্ঞাপন

অবসর ঘোষণার সেই পোস্টে ক্লাসেন আরও লেখেন, ‘পরিবারে সাথে আরও সময় কাটানোর জন্য মুখিয়ে আছি। আশা করি এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগটা ভালোমতোই করে দেবে।’

দক্ষিণ আফ্রিকার হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্লাসেন। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ওয়ানডেতে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। আর প্রোটিয়াদের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে ২০২৪ সালের ডিসেম্বরে।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর