Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্স বধের মন্ত্রে ব্যস্ত আর্জেন্টিনা


২৯ জুন ২০১৮ ১৮:৩২ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১০:৪০

।। স্পোর্টস ডেস্ক ।।

অনেক সমীকরণের পর নাইজেরিয়ার বিপক্ষে জয় তুলে শেষ ষোলোতে পৌঁছেছে আর্জেন্টিনা। শনিবার (৩০ জুন) শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে হোর্হে সাম্পাওলির ছাত্ররা। সেই ম্যাচকে সামনে রেখেই শুক্রবার (২৯ জুন) অনুশীলনে নেমেছে মেসি এন্ড কোং। অনুশীলনে নেমে আর্জেন্টাইন গোলরক্ষকরাও ফ্রান্স বধের নতুন মন্ত্রে ব্যস্ত।

শনিবার কাজান স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাই দলের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো আর নাহুয়েল গুজম্যানরা নেমেছিলেন অনুশীলনে। বক্সের সামনে দাঁড়িয়ে একের পর এক পেনাল্টি মোকাবিলা করেছেন তারা, যেখানে স্পট কিক নিচ্ছিলেন দলের তরুণ খেলোয়াড়রা।

এবারের আসরে গ্রুপ ‘ডি’র রানার্স আপ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করেছে মেসি-অ্যাগুয়েরোরা। অন্যদিকে, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফরাসীরা। আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার এনজো পেরেজ।

আর অনুশীলনে এসে সতীর্থদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেলেন মিডফিল্ডার এভার বানেগা।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে মেসিরা। আর্জেন্টাইন কোচ সাম্পাওলি অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশকে নিয়েই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা করছেন।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর