Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে নিয়েই দেশমের যতো পরিকল্পনা


৩০ জুন ২০১৮ ১৪:০৬ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১৬:০৬

।। স্পোর্টস ডেস্ক ।।

নক আউট পর্বের প্রথম ম্যাচে শনিবার (৩০ জুন) রাত ৮টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে তাই নানা পরিকল্পনা করে চলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। আর তাকে আটকাতেই মূল পরিকল্পনা সাজিয়েছেন ফরাসি এই কোচ।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিজের অনেকটা নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। তবে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল করে দলকে অনেকটা একাই টেনে এনেছেন বার্সেলোনা তারকা।

তবে, ফর্ম হিসেব করলে অনেকটাই এগিয়ে আছে ফ্রান্স। দলের কোচ দিদিয়ের দেশম ছিলেন ১৯৯৮ বিশ্বকাপ ট্রফি ও ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের অধিনায়ক। শুক্রবারের (২৯ জুন) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য তিনিই বলেছেন, মেসিকে ঘিরে তার পরিকল্পনার কথা।

‘মেসি তো মেসিই। তার সম্পর্কে জানতে হলে তার পরিসংখ্যান দেখলেই চলবে। ১২৭ ম্যাচে ৬৫ গোল আছে তার। ম্যাচের অঘটন সে একাই ঘটাতে পারে, তাই তাকে অবশ্যই আটকাতে হবে।’

ফরাসি খেলোয়াড়রা যেন মেসিকে আটকাতে পারে সেই পরিকল্পনাই করে চলেছেন দেশম, ‘মেসির গোল আর অ্যাসিস্টের দিকে তাকালেই ম্যাচে তার প্রভাব বোঝা যায়। আমরা অবশ্যই তাকে আটকানোর চেষ্টা করবো।’

ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারান ও লুকাস হার্নান্দেজ খেলেন লা লিগায়। সেখানে মেসির সতীর্থ উমতিতি। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর হয়ে বহুবার মেসির বিপক্ষে খেলেছেন ভারান ও হার্নানদেজ। তাই ফরাসি কোচ মনে করছেন মেসিকে আটকাতে অভিজ্ঞতাই এগিয়ে রাখবে তাদের, ‘আশা করি ম্যাচ শেষে ইতিবাচক কিছুই বলতে পারবো। তবে মাঠে নামলেই অবস্থা বোঝা যাবে। মেসির প্রতিভা সম্পর্কে সবার ধারণা আছে, সে অনিশ্চিত কিছু করে ফেলতেই পারে।’

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জেতেননি মেসি। ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পেলেও জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়েই ফিরতে হয়েছিল তাদের।

তবে মেসিকে রুখে দিতে গোলরক্ষক হুগো লরিসকে নিয়েও পরিকল্পনা করছেন দেশম। আর নিজ দলের পরিকল্পনায় কিলিয়ান এমবাপেকেই এগিয়ে রেখেছেন দেশম।

 

সারাবাংলা/এসএন

পড়ুন: যেখানে ফ্রান্সের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর