Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলংকার দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২০:১১

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলংকা গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম শুরু হবে টেস্ট সিরিজ। সিরজের প্রথম ম্যাচটা মঙ্গলবার। এদিকে, সিরিজ শুরুর কদিন আগে টেস্ট দল ঘোষণা করল শ্রীলংকা। ১৮ সদস্যের লংকান দলে নতুন মুখ ৬ জন।

বাংলাদেশ সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দিবেন ধনঞ্জয়া ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া ছয়জন হলেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা।

১৭ জুন সিরিজের প্রথম ম্যাচটা হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাবে, ২৫ জুন থেকে।

বিজ্ঞাপন

শ্রীলংকার টেস্ট দল: পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ঈশিতা ভিজেসুন্দরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ভয়াবহ দূষণের কবলে ঢাকা
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯

আরো