Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ রানে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলংকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১২:৫৬ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৩:০২

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম দুই দিন ছিল বাংলাদেশের। গলে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে প্রায় পাঁচশ রান (৪৯৫) তুলেছে বাংলাদেশ। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়াল শ্রীলংকা। তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি লংকানদের।

৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশকে ৪৯৫ রানে গুটিয়ে দিয়েছেন লংকানরা। পরে ১ উইকেটে ১০০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে শ্রীলংকা। ৪৫ রানে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা। অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল তার সঙ্গে ২২ রানে অপরাজিত।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং দেখিয়েছে শ্রীলংকা। অভিষিক্ত লাহিরু উদানাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন পাথুম নিশাঙ্কা। অভিষিক্ত উদানাকে অবশ্য খুব বেশিদূর এগুতে দেননি তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

দলীয় ৪৭ রানের মাথায় লংকান তরুণ ওপেনারকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল। তবে এরপর আর সুযোগ দেননি নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। লাঞ্চ বিরতির আগে দুজনের ৫৩ রানের জুটিটি অবিচ্ছিন্ন।

নিশাঙ্কা ৮৩ বলে ৬টি চারের সাহায্যে ৪৬ রানে অপরাজিত। অপর দিকে দিনেশ চান্ডিমাল ৪৭ বলে ২ চারে ২২ রানে অপরাজিত।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর