Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে চাপে রেখে লাঞ্চে শ্রীলংকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১২:৫৫

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পর্যাপ্ত রান তুলতে পারেনি বাংলাদেশ। ২৪৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। তার জবাব দিতে নেমে শ্রীলংকানরা বেশ দাপট দেখাচ্ছেন। বিনা উইকেটে ৮৩ রান তুলে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছেন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

গতকাল ৮ উইকেট হারিয়ে ২২০ রান তোলা বাংলাদেশ আজ গুটিয়ে গেছে ২৪৬ রানে। তারপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি শ্রীলংকার দুই ওপেনার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি ব্যাটারদের ওপর চড়াও হন লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা। পেসার নাহিদ রানার দুই ওভার থেকে ২০ রান তুলে নেন লংকান দুই ওপেনার।

বিজ্ঞাপন

সুবিধা করতে পারেননি অপর ওপেনার ইবাদত হোসেনও। তবে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ লাগাম টেনে ধরতে পেরেছেন লংকান দুই ওপেনারের। অবশ্য উইকেট এনে দিতে পারেননি তাইজুল-মিরাজ।

প্রথম সেশনের খেলা শেষে পাথুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ রানে অপরাজিত। চার মেরেছেন ৬টি। ৬২ বলে ৪০ রানে অপরাজিত লাহিরু উদারা।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর