Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াতে ১১ দলের টুর্নামেন্ট, থাকছে বাংলাদেশও

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৯:৩২

গত বছরের মতো এ বছরও ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বিসিবির এইচপি দল। এবার অবশ্য এইচপি নয়, বাংলাদেশ ‘এ’ দলকে পাঠাবে বিসিবি।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্টটি। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটিতে এবার খেলবে দলটি দল। বাংলাদেশের ‘এ’ দল সহ তিনটি দল চূড়ান্ত হয়েছে এখন পর্যন্ত। চূড়ান্ত হওয়া বাকি দুই দল হলো- পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’) ও নেপাল জাতীয় দল।

টুর্নামেন্টের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে টুর্নামেন্টের ম্যাচগুলো আগস্টে অনুষ্ঠিত হবে। একটা বিষয় নিশ্চিত করা হয়েছে যে, বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনদের মধ্যকার একটি ম্যাচ মাঠে গড়াবে ১৪ আগস্ট।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্ট প্রসঙ্গে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি বলেন, ‘আমাদের ভালো বন্ধু পিসিবি ও বিসিবিকে ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের মতো শক্তিশালী দুটি দলকে আমন্ত্রণ জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’

এই টুর্নামেন্ট প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ডারউইনের টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পেরে আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারাটা আমাদের ইমার্জিং খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা সংযোজন করবে।’

পাকিস্তান শাহিনদের সিইও সুমাইর আহমেদ সায়ীদ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে পাকিস্তান শাহিনস টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আমাদের ইমার্জিং ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কন্ডিশনে অভিজ্ঞতা নেওয়ার ভালো মঞ্চ এটা।’

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর