Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:৩৮ | আপডেট: ২ জুলাই ২০২৫ ২২:৪৩

আগে বোলিং করে শ্রীলংকাকে সাধ্যের মধ্যেই আটকে রেখেছিল বাংলাদেশ। লংকানদের ২৪৪ রানে গুটিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা। ওয়ানডেতে এই স্কোর কমই! তানজিদ হাসান তামিম বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও করেছিলেন দাপুটে। ১ উইকেটে ১০০ রান তুলে ফেলার পর মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তারপর বাংলাদেশ এমন ‘লজ্জ্বার’ ব্যাটিং করল যে ম্যাচ হারতে হলো ৭৭ রানের বড় ব্যবধানে।

মিডল ওভারে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শ্রীলংকার দুই স্পিনার ওয়েনিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানার বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দিতেই ক্রিজে নামছিলেন! মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ফেললে সেই ম্যাচে আর থাকে কিছু! শেষ দিকে জাকের আলী অনিক একপ্রান্ত আগলে রেখে বুক চিতিয়ে লড়াই করেছেন দারুণ। তবে সেটা শেষ পর্যন্ত কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে।

বিজ্ঞাপন

২৪৪ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৭ রানেই। এই ১৬৭ রানের ৬২ রান করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক করেছেন ৫১ রান।

৭৭ রানের হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা মাঠে গড়াবে ৫ জুলাই।

বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার ২৪৪ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন অবশ্য খুব বেশিদূর এগুতে পারেননি। ১৬ বলে ১৩ রান করে যখন ফিরলেন বাংলাদেশের রান তখন ২৯।

তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম দাপুটে ব্যাটিং করেছেন। লংকান পেসারদের পাত্তাই দেননি তামিম। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ঠিক ১০০। জয়ের দিকে ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই বাংলাদেশি ব্যাটারদের লজ্জ্বার সূচনা।

এরপর স্কোর কার্ডে আর মাত্র পাঁচ রান যোগ হতেই একে একে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম নিজেও। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ মুহূর্তেই ১০৫/৮ হয়ে পরে!

এমন মড়কের পর কী আর ম্যাচ জেতা যায়! শেষ দিকে জাকের আলী অনিক বুক চিতিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। সেটা হারের ব্যবধান কমাতে পেরেছে।

শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৪৪ রান তুলেছেন জাকের। যার মধ্যে জাকের করেছেন ৪২ রান, বাকি দুই রান এসেছে অতিরিক্ত খাতা থেকে। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬৪ বলে ৫১ রান করেন জাকের। চার হাঁকিয়েছেন ৪টি, ছক্কাও ৪টি। এর আগে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ৬১ বলে ৬২ রান করে। তামিমের ইনিংসে চার ৯টি, ছক্কা ১টি।

শ্রীলংকার হয়ে হাসারাঙ্গা ৭.৫ ওভারে মাত্র ১০ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ৫ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন থিকসানা।

এর আগে অধিনায়ক চারিথ আশালাঙ্কার ১০৫ রানের কল্যাণে ২৪৪ রান তোলে আগে ব্যাটিং করতে নামা শ্রীলংকা। বাংলাদেশের হয়ে পেসার তাসকিন আহমেদ ৪টি ও তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর