আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এই সিরিজের জন্য চূড়ান্ত সূচিও প্রকাশ করা হয়েছিল। কিন্তু কিছুদিন যাবত আভাস পাওয়া যাচ্ছিল এখন বাংলাদেশে দল পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেটাই সত্যি হলো। বিষয়টি নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা এলো।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে ১৩ মাস।
শনিবার (৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে উল্লেখ করা হয়েছে ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠেয় সাদা বলের সিরিজ দুটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়েছে।’
আরও বলা হয়েছে, ‘উভয় বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচি পর্যবেক্ষণ করে দুই বোর্ডের সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল, বাংলাদেশ সফরে আসা নিয়ে ভারতীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত বিসিসিআই, এমন কথা বলা হয়েছে গণমাধ্যমে।