ফর্ম-ইতিহাস, দুটিই ব্রাজিলের পক্ষে
২ জুলাই ২০১৮ ১০:১৩ | আপডেট: ২ জুলাই ২০১৮ ১০:২৩
মোসতাকিম হোসেন।।
জার্মানির পর আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন। বিশ্বকাপ থেকে বড় শক্তিরা বিদায় নিয়েছে একের পর এক। ইতিহাস ও ফর্ম বলছে, মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরুতে ব্রাজিলের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু ফেবারিটরা যখন পা হড়কাচ্ছে, ব্রাজিল কোচ তিতে আজ বাড়তি সতর্ক হতেই পারেন।
তিতে অবশ্য ফেবারিট শব্দটাতেই বেশ আপত্তি। এই বিশ্বকাপে যা হচ্ছে, তাতে আলাদা করে কারও গায়ে ফেবারিট ট্যাগ লাগাতে নারাজ তিনি। তিতে বার বার মনে করিয়ে দিচ্ছেন, মেক্সিকো গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়েছে। সেজন্য আলাদা করে ফেবারিট বলে নিজেদের ওপর চাপ নিতে চাইছেন না।
তবে না চাইলেও কিছু চাপ তো এসেই পড়ে। এই ম্যাচের আগে ছোট্ট একটা দুঃসংবাদ, চোটের জন্য আজও খেলবেন না মার্সেলো। তবে ফিলিপে লুইজ আগের দিন যেমন খেলেছেন, তাতে এই পজিশন নিয়ে ব্রাজিল কোচের হয়তো খুব বেশি চিন্তার কারণ নেই। রাইট ব্যাকেও দানিলো এখনো ফেরেননি, তাঁর জায়গায় খেলবেন ফ্যাগনারই। বাকি দল কমবেশি একই আছে।
আজও অবশ্য নেইমারের সঙ্গে আরেক জনের ওপর আলাদা করে চোখ রাখতে চাইবে মেক্সিকো। ফিলিপে কুতিনিয়ো এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়া। ব্রাজিলের পাঁচটি গোলের তিনটিতে তাঁর সরাসরি অবদান। দুইটি গোল করেছেন, একটি করিয়েছেন। মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসারিও তো তাঁকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, ‘আমার তো মনে হয় কুতিনিয়ো আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। ড্রয়ের সময় যখন তিতে আমার কাছে জানতে চাইছিলেন ব্রাজিলের সেরা ফুটবলার কে, আমি কুতিনিয়োর কথাই বলছিলাম।’
নেইমারের জন্য অবশ্য একটা আশা আছে। এই রাউন্ডে তাঁর দুই পিএজসি সতীর্থ এমবাপ্পে ও কাভানি দুর্দান্ত খেলেছেন। আজ দিনটা নিজের করে নেওয়ার জন্য বাড়তি একটা প্রেরণা পাবেন।
গ্রুপের প্রথম তিন ম্যাচেই ব্রাজিল উন্নতি করেছে ধাপে ধাপে। সুইজারল্যান্ডের সঙ্গে ড্র দিয়ে শুরু, এর পর কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে জয়। অন্যদিকে মেক্সিকো জার্মানিকে হারিয়ে শুরুটা দারুণ করলেও শেষ ম্যাচে সুইডেনের কাছে হেরে আরেকটুর জন্য বিশ্বকাপ স্বপ্ন শেষ হতে বসেছিল। আজ তারা জার্মানির সঙ্গে ম্যাচটাই প্রেরণা হিসেবে নেবে।
বিশ্বকাপে এর আগে চার বার দেখা হয়েছিল ব্রাজিল-মেক্সিকোর। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রাজিল, একটি ড্র। খায়নি কোনো গোলও। মেক্সিকো নিয়মিত শেষ ষোলোতে উঠলেও সেখান থেকে বাদ পড়াটাই তাদের নিয়তি হয়ে গেছে।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; ফাগনার, সিলভা, মিরান্ডা, লুইজ; পাওলিনহো, কৌতিনহো, কাসেমিরো; উইলিয়ান, হেসুস, নেইমার।
মেক্সিকো (৪-২-৩-১): ওচোয়া; সালসিদো, আয়ালা, গায়ার্দো, আলভারেজ; লায়ুন, গুয়ার্দাদো; ভেলা, হেরেরা, লোজানো; চিচারিতো।
সারাবাংলা/ এএম