Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়া নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের ৫০ লাখ টাকা পুরস্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২৩:০৮ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ২৩:১২

বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলা যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের এমন সাফল্যে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

এর আগেও নারী ফুটবলারদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেবার নারী দলকে ১ কোটি টাকার চেক দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

এবারের এশিয়া কাপের বাছাই পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই দাপুটে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল।

তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। টানা তিন জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে যাবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের ২১তম আসর।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর