Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেকথ্রু এনে দিলেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:০২

সিরিজ নির্ধারনি ম্যাচে আগে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট পেয়েছিল বাংলাদেশ। তবে তারপর বেশ ভালো ভাবেই এগুচ্ছিল শ্রীলংকা। তরুণ স্পিনার তানভীর ইসলাম ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লংকানদের লাগম টেনে ধরেছেন।

অল্প রানের বিনিময়ে দুই উইকেট এনে দিয়েছেন দুই স্পিনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ১০৮ রান।

মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছে শ্রীলংকা, দ্বিতীয়টি বাংলাদেশ। অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ম্যাচটি যারা জিতবে সিরিজ তাদের।

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বোলিংয়ে নেমে শুরুতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের দারুণ এক ইনসুইং বলে স্লিপে ক্যাচ দিয়েছেন নিশান মাদুষ্কা।

দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত একটা জুটি গড়েন লংকান দুই টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। সেই জুটিটা ভেঙেছেন তরুণ স্পিনার তানভীর ইসলাম। রানের তোলার গতি দ্রুত করতে গিয়ে তানভীরকে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু টপ এ্যাজ হয়ে বল চলে যায় পারভেজ হোসেন ইমনের হাতে। ৪৭ বলে ৪টি চারে ৩৫ রান করে ফিরেছেন নিশাঙ্কা।

এরপর কামিন্ডু মেন্ডিসকে নিয়ে এগুচ্ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু কামিন্ডুকে বেশিদূর এগুতে দেননি মেহেদি হাসান মিরাজ। ৩ চারে ১৬ রান করা কামিন্ডুকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ।

তারপর অধিনায়ক চারিথ আশালাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন শ্রীলংকাকে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

‘সময় এখন ভালো যাচ্ছে না’
৮ জুলাই ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর