Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকাকে ৯৪ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২২:৪৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২৩:১৭

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে তার দারুণ বদলা নিল বাংলাদেশ। ব্যাটে-বলে লংকানদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ১৭৭ রান তোলা বাংলাদেশ পরে শ্রীলংকাকে গুটিয়ে দিয়েছে মাত্র ৯৪ রানে। যাতে ৮৩ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় এটা। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটা ১-১ ব্যবধানে সমতা হলো।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই শ্রীলংকাকে ভুগিয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট। ইনিংসের দ্বিতীয় ওভারে শামীম হোসেন পাটোয়ারীর সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ফর্মে থাকা কুশল মেন্ডিস (৮)।

বিজ্ঞাপন

পরের ওভারে কুশল পেরেরাকে (০) ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল ইসলাম। পঞ্চম ওভারে শরিফুলের বলেই রিশাদ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন অভিষ্কা ফার্নান্দো (২)।

পাওয়ার প্লের শেষ ওভারে সাইফুদ্দিনের বলে ফেরেন অধিনায়ক চারিথ আশালাঙ্কা (৫)। শ্রীলংকার স্কোর তখন মাত্র ৩০ রানে ৪ উইকেট। তারপর শ্রীলংকাকে টানার চেষ্টা করেছেন পাথুম নিশাঙ্কা ও দাশুন শানাকা। পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে ৪১ রান তুলেছেন দুজন।

এটাই লংকানদের সর্বোচ্চ জুটি। এছাড়া বিশোর্ধ্ব কোনো জুটিও নেই। রিশাদ হোসেনের অসাধারণ এক ডেলিভারিতে পাথুম নিশাঙ্কা (২৯ বলে ৩২) স্ট্যাম্পিং হয়ে ফিরলে বড় ধাক্কা খায় শ্রীলংকা। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সেই ধাক্কা কাটিয়ে প্রতিরোধ আর গড়তে পারেনি শ্রীলংকা।

রিশাদ পুরো ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন। গত ম্যাচে বেঞ্চে বসে থাকা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও আজ একাদশে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন। নিশাঙ্কা ফেরার পর শ্রীলংকা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। নিশাঙ্কা ছাড়া শ্রীলংকার পক্ষে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল দাশুন শানাকা। ১৬ বলে ২০ রান করে আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজের বলে।

১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে ৩.২ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। শরিফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে দুই উইকেট নিয়েছেন। মোস্তাফিজ ১৪ রানে নিয়েছেন ১ উইকেট। সাইফউদ্দিন ৩ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বাংলাদেশের দুই তরুণ ওপেনার আজ কিছুই করতে পারেননি। দুজনেই হার্ড হিটার হিসেবে পরিচিত বলে তাদের শুরুর ওপর বাংলাদেশের ইনিংস অনেকটা নির্ভরশীল।

দুজনের একজনও সুবিধা করতে পারেননি। তানজিদ হাসান তামিম ৩ বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। পারভেজ হোসেন ইমন ৮ বলে ৫ রান করে ফিরেছেন। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনেছেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়।

লিটন দাস ইনিংসের শুরুর দিকে খোলসবন্দিই ছিলেন। তবে হৃদয় বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। তরুণ মিডল অর্ডার ব্যাটারের ইনিংসটা অবশ্য বড় হয়নি। ২৫ বলে ২টি চার ১টি ছয়ে ফিরেছেন ৩১ রান করে। পাঁচে নেমে মেহেদি হাসান মিরাজ ২ বলে ১ রান করে বিদায়।

লিটন সেট হওয়ার পর হাত খুলেছেন। তার সঙ্গে এসে যোগ দেন শামীম হোসেন পাটোয়ারী। দুজনের পঞ্চম উইকেট জুটিটা ছিল দুর্দান্ত। বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে এই জুটিতেই। ৩৯ বলে ৭৭ রান উঠেছে এই জুটিতে। লিটন দাস ৫০ বলে ১টি চার ৫টি ছক্কায় ৭৬ রান করে ফিরেছেন। শামীম পাটোয়ারী শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২৭ বলে ৪৯ রান করেছেন। চার মেরেছেন ৫টি, ছক্কা ২টি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছে বাংলাদেশ। শ্রীলংকার হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর