Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইব্রেকারে গেলে এগিয়ে থাকবে মেক্সিকো


২ জুলাই ২০১৮ ২০:০২ | আপডেট: ২ জুলাই ২০১৮ ২০:১১

স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে ভাল ছন্দেই রয়েছে হেক্সা মিশনে নামা ব্রাজিল। তবু্ও রাশিয়ায় একের পর এক নক্ষত্রপতন যে কারো বুকেই কাঁপন ধরাবে বৈকি। সবশেষ একরাশ হতাশায় ডুবে আর্জেন্টিনার মেসি আর পর্তুগালের রোনালদোকে মাঠ ছাড়তে দেখেছেন নেইমাররা। একদিনেই দুই মহাতারকার বিশ্বকাপ থেকে বিদায় তিতের দলের ফুটবলারদের কাঁপুনি ধরিয়ে না দিলেও মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে বাড়তি সতর্ক করেছে, এটা নিশ্চিতই বলা যায়।

বিজ্ঞাপন

এমনিতেই উত্তর আমেরিকার দেশ মেক্সিকো দক্ষিণ আমেরিকার ব্রাজিলের জন্য অপয়া হিসেবে চিহ্নিত। স্কলারি ও দুঙ্গা ব্রাজিলের কোচ থাকার সময় মেক্সিকোর নাছোড়বান্দা মনোভাবের সামনে ঝামেলায় পড়েছেন। হার মানতে হয়েছে বারবারই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বারবার নাস্তানাবুদ হয়েছে ‘এল তিরিদের’ কাছে। ‌মেক্সিকোর ফুটবল দলকে এই নামেই আদর করে ডাকে দেশটির মানুষরা।

নিউজ ডট কম ডট এইউ’র খেলার বিভাগ জানিয়েছে, মেক্সিকোর সবচেয়ে বড় ভরসা তাদের গোলরক্ষক গুইল্লেরমো ওচোয়া। চার বছর আগে ঘরের মাঠে গ্রুপ পর্যায়ে এক ওচোয়াই হারিয়ে দিয়েছিলেন ব্রাজিলকে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি ব্রাজিল। হেরে গিয়েছিল টাইব্রেকারে।

মেক্সিকোর কোচ অসোরিও এবারও ব্রাজিলকে গোল করতে না দেওয়ার কৌশল নিতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ম্যাচটা টাইব্রেকারে নিয়ে গেলে মেক্সিকো কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে, গোলকিপার ওচোয়ার ব্যক্তিগত দক্ষতার জন্য।

তবে আগাগোড়া ডিফেন্সে ভিড় বাড়িয়ে ব্রাজিলের মতো দলের গোল যে রোখা যাবে না, সেটা ভালই জানেন মেক্সিকো কোচ। আবার জার্মানি ম্যাচের মতো প্রচন্ড গতির প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলের বিরুদ্ধে বাজিমাৎ করতে গেলে হিতে বিপরীত হবে, সেটাও ভেবে ভারসাম্যমূলক ফুটবলে জোর দিচ্ছেন তিনি। জার্মানি ও কোরিয়ার বিরুদ্ধে জেতার পর সুইডেন ম্যাচে ০–‌‌৩ গোলে হারটা তাঁর ও ফুটবলারদের চোখ খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

অসোরিও জানিয়েছেন, তার ভাবনায় যে কেবল নেইমার তা কিন্তু নয়। তাঁর মতে গ্যাব্রিয়েল জেসাস, কৌতিনহোসহ গোল করার অনেকেই আছেন ব্রাজিল দলে। আর তাই ছক কষেই ব্রাজিলের বিরুদ্ধে আক্রমণে যেতে হবে বলে মনে করছেন তিনি।

ছক কষছেন ব্রাজিল কোচ তিতেও। আগের তিন ম্যাচেই তিনি বুঝিয়েছেন সাম্বায় ফিরতে কতখানি উন্মুখ হয়ে আছেন তিনি। গুটিয়ে থাকা ফুটবল ও যে বিশ্বাসী নন, সেটা ইতিমধ্যেই গ্রুপের তিনটি ম্যাচে বুঝিয়েছেন।

তবে রাশিয়া বিশ্বকাপে এই মুহুর্তে ফেভারিট তালিকায় এগিয়ে রাখতে হবে ব্রাজিলকেই। ১৯৯০ সালের পর কোনো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ব্রাজিল। শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচেও হার দেখেনি তিতের দল।

অন্যদিকে, বিশ্বকাপে হতাশার এক রেকর্ড লেখা আছে মেক্সিকোর খাতায়। বিশ্বকাপ আসরে ৫৬ ম্যাচ খেলেও শিরোপা জেতেনি মেক্সিকো, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে শিরোপা না জেতার রেকর্ড এটি। গত ছয়বারের বিশ্বকাপ আসরের নকআউট পর্বে হেরেই বিদায় নিতে হয়েছে মেক্সিকানদের।

এর আগে বিশ্বকাপ আসরে চারবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। যেখানে গোল গোল হজম না করেই ৩টি ম্যাচেই জয় পায় ব্রাজিল, আর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়ে ড্র করে দু’দল।

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো। যেখানে ২৩ ম্যাচে ব্রাজিল ও ১০ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল মেক্সিকো। তবে একটি পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে মেক্সিকানরা। ১৯৯৯ সাল থেকে সেলেসাওদের বিপক্ষে শেষ ১৫টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় তুলেছিল মেক্সিকানরা, যেখানে ৩টিতে ড্র ও ৫টিতে হার দেখে ব্রাজিলিয়ানরা।

গ্রুপ পর্বে দু’বার হলুদ কার্ড দেখে নকআউট পর্বে নেইমারদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনো। এই নিষেষাজ্ঞার সামনে আছেন দলের ডিফেন্ডার হেক্টর হেরেরা, মিডফিল্ডার মিগুয়েল লাইয়ুন ও হেসুস গ্যালার্ডো। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে ১টি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।

 

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর